অনেকদিন পোস্ট দিতে পারি নি ব্যাস্ততার কারণে।
আজকে একটু সময় পাইলাম তাই দিয়ে দিচ্চি,তবে আজকে আগুনটা একটু বেশি জ্বালাবো ভাবছি।
দেখি জ্বালানো যায় কিনা!!
ত চলুন শুরু করা যাক।
নিচে দেওয়া যেকোনো একটা টুল নিয়ে আলোচনা করবো বাকি টুল গুলো আপনারা নিজে ট্রাই করবেন, চিন্তা করবেন না সব টুলগলাই সেইম কোনো আলাদা প্যাচ নাই।
তাহলে নিচের যেকোনো একটা টুলে ক্লিক করুন
ক্লিক করার পর এখান থেকে লগিন এ চিমটি দিন।আইমিন ক্লিক করুন মানে চাপ দিন।
তারপর এখানে আপনি ইয়ে ফেইক আইডি একটা দিয়ে লগিন করবেন।
আমি আমার ফেইক ইন্সটা দিয়ে লগিন করছি আপনিও করে নিন।
ফেইক আইডি দিয়ে লগিন করা হয়ে গেলে, নিচের মতন ইন্সট্রাশন ফলো করুন।
এখানে আপনি ঐ আইডির ইউজার নেম দিবেন যে আইডিতে ফলোয়ারস পাঠাবেন বা সেন্ড করবেন।
(অবশ্য ঐ আইডি পাব্লিক হতে হবে)
ত ফাইন্ড করা হয়ে গেলে ১২৫ সিলেক্ট করে স্টার্ট করে দিন।
এখানে এটা কমপ্লিট হওয়া অবধি অপেক্ষা করুন।তারপর নিজের ফলোয়ারস চেক করে দেখবেন বেড়ে গেছে।
আমার এই ক্লাইন্টের আইডির ফলোয়ারস বেড়েগেছে।
আসলে ক্লাইন্টকে এভাবে ফলো না দেওয়াই উত্তম, আপনারা অর্গানিকভাবে দেওয়ার ট্রাই করবেন।
এখন ভাই আমি ত অর্গানিক ভাবে পারি না। না পারলে আমি পরে শিখিয়ে দিবো।
উপরে আমি একটা দেখাইলাম আপনারা সব টুলই দিয়ে ট্রাই করবেন। এই টুল গুলো হয়তো প্রতি ঘন্টায় ঘন্টার কাজ করে।
যাক
আজকে বেশ কিছু লিখার সময় নাই তাই আর বকবক করতে পারলাম না।
ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রিয়জনদের!!
আল্লাহ হাফেজ।