এক ক্লিকেই ইন্সটাগ্রামে ১০০০০ হাজার ফলোয়ারস। Instagram followers increase without id password.


হ্যালো নায়ক এবং নায়িকারা (ইয়ে মানে ভাই এবং বোনেরা) কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়ায় আমিও খুব ভালো রয়েছি(তবে একটু কাশি হইছে) তাই আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আশা করি সবাই উপকৃত হবেন এবং আমার যদি পোস্টে কোন প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হয়তো থাম্বেল অথবা টাইটেল দেখেই বুঝে গেছেন!(হ্যা বুঝছি পরে বলেন(

আমরা আজকে আলোচনা করব কিভাবে Instagram  Followers  আনলিমিটেড  বাড়াবেন হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য এই পোস্ট আমরা চাইলে আমাদের id তে আনলিমিটেড রিয়েক্টও নিতে পারি।

তাহলে চলুন কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করা যাক আমরা যদি ইন্সটাগ্রাম ফলোয়ারস  নেই সেজন্য আমাদের একটি এপপ প্রয়োজন হবে অ্যাপটির লিঙ্ক (আমিই দিবো)

এই যে লিংক।।(টিপ দেন)

আর যদি লিংকে প্রবলেম করে তাইলে

আর সাথে কি লাগবে??

আর লাগবে একটা ইন্সটাগ্রাম ফেইক আইডি যেটার সাহায্যে আপনি ফলোয়ারস পাটাবেন আপনার রিয়েল আইডিতে। আরেকটা কথা ফেইক আইডি রিয়েল আইডির মতনই করবেন মানে প্রোফাইল পিক আর সাথে ৩-৪ টা পোস্ট করবেন Bio  দিবেন আরকি )

ত চলুন এপটি ডাউনলোড করে ইন্সটল করার পর ওপেন করবেন। 
ওপেন করলে নিচের মতন ইন্টারফেস আসবে সেখানে  (Later) লিখাতে ক্লিক করুন।



এখন এখান থেকে লগিন লেখাতে ক্লিক করে
আপনি ঐ যে ফেইক একাউন্ট ক্রিয়েট করছিলেন না, ওটা দিয়েই এখানে লগিন করবেন।
মনে রাখবেন, এখানে ফেইক ইন্সটাগ্রাম একাউন্ট দিয়ে লগিন করবেন।





লগিন করা হয়ে গেলে নিচের ইন্সট্রাকশন ফলো করুন!
যেহেতু এটা কয়েনবেজ এপ তাই কয়েন কালেক্ট করেই ফলোয়ারস বাড়াতে হবে। নো টেনশন ড্যুড এই এপে অটোমেশন আছে তাই অটোমেটিক কয়েন জমা হবে

 দেখেন তো অটো ফলো (Auto follow) লেখা আছে ওখানে,হ্যা এখানে  গুতা দিন, ইয়ে মানে ক্লিক করুন


সো এখন এখানে Start  লেখাতে ক্লিক করে ওকে লিখা আসবে সেটাই আরেকটা চিমটি  দিন মানে ক্লিক করুন আরকি।



সো গুতাগুতি আর চিমটাচিমটি হয়ে গেলে বামপাশে নেভিগেশনবারে টান দিন মানে তিনটা লম্বা লম্বা চিহ্ন থাকবে বা ডট আছে ওখানে ক্লিক করুন।


আ, হি, হু  এইবার আপনার পালা কি নিবেন ফলো নাকি লাইক কিংবা কমেন্ট!!

না,না...আমি ত ফলো ই নিবো, ফেমাস হতে হবে আমাকে 😎

তাইলে যেহেতু ফলো নিবো তাইলে Order followers  এ ক্লিক করি, আপনি টাচ করলেই হবে।



এখন এখানে আপনি সেই আইডি দিন যে আইডিতে আপনি ফলোয়ারস সেন্ড বা পাটাতে চান। যদি আপনার নিজের আইডি হয় তাইলে নিজেরটাই দিন আর যদি ক্লাইন্টের হয় তাহলে তার আইডি  দিন। 
(মানে উক্ত আইডির Username দিয়ে সার্চ করুন)



এইবার হলো আসল খেলা, এখন আপনার কয়েন অনুযায়ী যতটা ফলোয়ারস নেওয়া যায় ততটাই দিন 
আমি বাম থেকে ডান পাশে টেনে একদম ছিচরে লাইনটারে মাঝখানে আনলাম। 
মাঝখানে কেন আনলেন? এটা আরো ডানে  নিলেন না যে!  আসলে আমার কয়েন অনুযায়ী এতটাই নেওয়া যায় এর বেশি নিলে সে নারাজ হয়ে লাল হয়ে যায় সেই জন্য আরকি।

ত সিলেক্ট করে কনফার্ম অর্ডার এ ক্লিক করুন। বাস হয়ে গেল হিজ হিজ হুহ হুজ..(আগুনটা জ্বালিয়ে দিলাম)


আহ আমরা পেরেছি এখন দেখবো আগে ৪২০ না কত যেন  ছিলো ফলোয়ারস  ভুলে গেছি,, বেড়েছে কিনা 
দেখি ত...!

হ্যা হ্যা এই তো হয়ে গেছে ৫৩৯ ফলোয়ারস হুররাহ।

(আমার নেট স্লো তাই পুরোপুরি দেখাতে পারছি না মাফ করবেন)

এরকম করে ট্রাই করে দেইখেন আপনারও হবে ট্রাস্ট মি...!



ভাইয়া,মাঝে মাঝে ত ফলোয়ারস কমে যায়ঃ
হুমম ফলোয়ারস ত কমে যায় তার কারণ হলো অনেকে ফলোয়ারস দেয় ঠিকই পরে যেন তার মাথায় ভুত চেপে ধরে তার ঘার মটকে বলে এটাকে আনফলো কর নাইলে তর গার্লফ্রেন্ড আমার(হিহি)!! আর পরে সে আনফলো করে দেয় আর আপনার ফলো কিছুটা কমে যায়।।(আনফলো ত আপনিও করেন তাই না)  (হাহা হ্যা ত হুমম বুঝছি আপনিও কম না..) 

তাইলে ভাইয়া আমার ফেইক আইডি ডিজেবল ক্যান হয়?

ভাইয়ারে/বইনরে এই মামলায় ইন্সটাগ্রাম একটা নির্দিষ্ট নিয়ম বা অ্যালগরিদম মেনে চলে, আর এই নিয়ম হলো ইন্সটাগ্রামে পুরনো আইডিতে একদিনে ১২০ এর  বেশি ফলো নেওয়া যাবে না এবং একই মেসেজ ১২-১৫ জন কে দেওয়া যাবে না। আর নতুন আইডিতে ২০ জনের বেশি ফলো করলে আপনার আইডি আমি তথা ইন্সটাগ্রামের রক্ষক আমার ইন্সটাগ্রাম থেকে বরখাস্ত করলাম এরকম আরকি, আর এপ দিয়ে ত আমরা অটোরিকশার জামানায় অটোমেশন অন করে দিলাম আর নিয়ম ভঙ্গ করে চান্দে চলে গেল আমার ফেইক আইডি,, এমনটা ত হবে না(অবশ্যই নিয়ম মানতে হবে)।
আর এই জন্যই আইডি ডিজেবল হয়ে যায়,ডিজেবল হইলে এটা আবার ব্যাক ও আনা যায়। 

তাইলে আমার রিয়েল আইডিতে কি কোনো সমস্যা  হবে?...

না, না... মানব/ মানবি আপনার রিয়েল আইডিতে কিচ্চু হবে না!
সে কি দোষ করলো যে তাকে ডিজেবল করবে, দোষ ত করলো ফেইক আইডি তাই না।

 (আপনাদের জন্য একটা টুল উপহার দিয়ে দিলাম যেখানে কয়েন লাগবে না ডেইলি ৩-৪ আইডি দিয়ে ৪০০-৫০০ ফলোয়ারস হ্যাক তথা বাড়াতে পারবেন পরের পোস্টে এটি নিয়েই সুন্দর করে পোস্ট থাকবে ) 
টুল লিংকঃ


★আর কিছু বলার আছে!
না,না অনেক বকবক করলাম। আজকে এতটুকুই।
আবার হাজির হবো নতুন কোনো টুল নিয়ে।।

আমি আপনাদের হোস্ট এবং দোস্ত "আমান" সবসময় আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ ; জাজাকাল্লাহ।

মুখোশের আড়াল থেকে সকলের জন্য ভালোবাসা রইলো। 

ভালো থাকুন। 

আল্লাহ হাফেজ...


 

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. maje maje bole je fake id te problem hoise emn keno hoi>>>

    ReplyDelete
    Replies
    1. এমনটা হওয়ার কারণ পোস্টেই উল্লেখ করেছি, ফেসবুক বলেন আর ইন্সটা বলেন সকল কিছু একটা নিয়ম বা অ্যালগরিদম মেনে চলে, নতুন ইন্সটা আইডি হওয়ায় ১৫-২০ অটো ফলো হওয়ার পর this account failled এরকম কিছু একটা আসবে। সমস্যা নাই আপনি এক কাজ করবেন এরকম আসলে আইডির ইউজারনেম চেন্জ করে আবার নতুন করে লগিন করবেন তাহলেই হয়ে যাবে!!!

      Delete