How to increase Instagram followers without Login | কোনো প্রকার লগিন ছাড়াই আনলিমিটেড ইন্সটাগ্রামের ফলোয়ারস বাড়ান!!

How to increase Instagram followers without Login



আসসালামু ওয়ালাইকুম।
কেমন আছেন হিরো এবং হিরোইনরা (আইমিন লক্ষী ভাইয়া এবং লালটুকটুকি আপ্পিরা)?
আশা করি ভালোই আছেন,
তবে শীতের এই সময়ে একা আমি খুব একটা ভালো নেই!(মজা করলাম) ( না মানে আসলেই তেমন ভালো না,গলায় প্রচন্ড ব্যাথা আর হাচ্চু হাচ্চু,সুড়ুৎ-খুড়ুৎ  চলছে)। বর্তমান অনলাইন প্রযুক্তির যুগে আমরা প্রায় সকলেই, অনলাইন মুখী হয়ে পড়েছি। বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনলাইনে অনেক সময় ব্যয় করে থাকি। বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমরা অনলাইনে থাকি, এখানে আমরা অনলাইনে ইনাকম করি(আপনারা ইন্সটাগ্রামের এই ফলো ইনক্রিজ করার ওয়ে গুলা অভ্যাস্ত করে নিলে এটা পরে আর খারাপ লাগবে না তখন জানিয়ে দিবো কিভাবে ফলোয়ার বাড়িয়ে টাকার টাকশাল বানাবেন), অনলাইনে বই পড়ি তেল, রসুন কেনা বেচা  থেকে শুরু করে অনলাইনে ডেটিং-সেটিং-কাটিং পর্যন্ত হয়ে থাকে।

যাই হউক আমরা  আজকেও নতুন একটা এপপ টুল নিয়ে আলাপ করবো। আজকে শুধুই আলাপ করবো কোনো চিমটাচিমটি কিংবা টুলাটুলি করবো না,ট্রাস্ট মি..

ফলোয়ারস ইনক্রিজ করার জন্য,

★ যা যা লাগবে??


১) আপনার একটা ফেইক আইডি (আইডাটা যেন রিয়েল এর মতনই হয় মানে ৪-৫ টা পোস্ট, প্রোফাইল পিক আর সাথে Bio  দিবেন)(এগুলা ডেইলি বলি)।

২) আর লাগবে একটা এপপ টুল যেটা আমিই দিবো! 
আর যদি ডাউনলোড না হয় তাইলে নিচে কমেন্ট করে জানিয়ে দিয়েন আমি লিংক আপডেট করে দিবো।

ত ডাউনলোড হয়ে গেলে এপটি ইন্সটল করে নিবেন অনেক সময় ইন্সটল করার জন্য আপনার ফোনের ফাইল ম্যানাজার বা ফাইলের ডাউনলোড এপে এপটি আছে সেখান থেকে ইন্সটল করে নিয়েন!!
ইন্সটল হয়ো গেলে এপপ টা ওপেন করুন।
ওপেন হলে নিচের স্ক্রিনশটের মতন ইন্সট্রাশন মানে নিয়ম ফলো করুন।


Login to the account  এ ক্লিক করলে নিচের মতন একটা লেকচার শুনাবে সেটা পড়তে পারেন,না পড়লে Accept  লেখাতে ক্লিক করেন।


ত এখন এখানে মানে নিচে দেখেন লগিন ফর্ম আসছে। এখানে আপনি উক্ত ফেইক একাউন্ট এর ইনফো তথা ইউজারনেম আর পাস দিয়ে লগিন করুন।
মনে রাখবেন এখানে ফেইক একাউন্ট ই দিবেন 






লগিন করা হয়ে গেলে আমাদের কিছু কয়েন কালেক্ট করতে হবে। যেহেতু কয়েনবেজ এপপ তাই কয়েন লাগবে,(অন্য কোনোদিন প্রমো কোড দিয়ে দিবো যাতে আনলিমিটেড কয়েন কালেক্ট করতে পারবেন)
ত কয়েন কালেক্ট করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করুন মানে ওই এপের আরকি নিচের স্ক্রিনশট দেখুন।



এখন এখানে Start  লেখাতে ক্লিক করে দিন, তাহলে এপপ তার অটোমেটিক কয়েন কালেক্ট করবে আপনার অত "ঝামেলা"  নেওয়ার দরকার নাই।( এটা হয়তো ব্যাকগ্রাউন্ডে কাজ করে না তাই এখানেই হয়তো থাকতে হবে কিছুক্ষণ)


এই দেখেন অটো কয়েন এড হতে শুরু করছে।


এরকম করে ১২০-৩০০ কয়েন কালেক্ট  করে নিয়েন। 
ধরে নিলাম কয়েন কালেক্ট হয়ে গেছে। তাহলে ফলোয়ারস বাড়াবেন কিভাবে সেটা দেখিয়ে দেই!!
নিচে Get followers  এ ক্লিক করেন তারপর।




নিচের সার্চ করার অপশন আছে। 

তাহলে আপনি যার আইডিতে ফলো সেন্ড বা পাটাতে চান তার আইডির ইউজারনেম টাইপ করে 🔍 এরকম এই সার্চে ক্লিক করুন।




ক্লিক করা হয়ে গেলে বেশ কিছু আইডি দেখাবে আপনি আপনার উক্ত আইডি সিলেক্ট করুন।
আমি ত আজকে নাহিদ ভাইয়াকে ফলো দিবো। আপনারা অনেকেই আমাদের নাহিদ ভাইয়াকে চিনেন আবার অনেকে চিনেন না, তিনি হলেন আমার খাস ইয়ার তাই উনাকে একটু উপহার দেওয়া যাক। যদি পারেন আমার এই টেলেন্টেড ভাইয়াকে ফলো করতে পারেন। 
টেলেন্টেড নাকি উনি? হ্যা ভাইয়া উনি অনেক কিছু জানেন তা হয়তো আমিও জানি না, ভবিষ্যতে  উনিই আপনাদের সকলকে নতুন জগতের নতুন কিছু শেখাবেন( তাই ফলো করে রাখতে পারেন)। 



আচ্চা তার আগে এটা দেখিয়ে দেই যে উনার আইডি তে কতজন ফলোয়ারস আছে। বাহ আছে মোটামোটি ভালোই। তাহলে এই ভালোটাকে আরো মসলা দিয়ে আরো একটু ভালো করে ফেলি মানে অন্তত 1k  তে নিয়ে যাই। 



তাহলে ফলোয়ারস সেন্ড করার জন্য আমাদের যা করতে হবে। তা হলো প্রথমে সিলেক্ট করতে হবে কতজন ফলোয়ারস নিবো মানে কয়েন অনুযায়ী  সিলেক্ট করুন।আমি ১০৭ টা ফলোয়ারস নিলাম ২৭৮ কয়েনে।এই টুলে একটু বেশিই নিয়ে নেয়।আচ্চা যাক। 
তারপর Submit Order  এ ক্লিক করেন।
এই তো সাব্বাস হয়ে গেলো ;এতক্ষণ বহুত ঘাটাইলাম আপনাদের।




উহু, হয়ে গেল 1.k এখন একটু ভাব-টাব নেওয়া যায় বন্ধুদের সাথে।

বন্ধু তর একদিনে ১কে ক্যামনে হইলো?
তুই আমারে চিনিস আমি বহুত বড় খেলোয়াড় দোস্ত,
বাট ক্যামনে, 
 যদিও  এটা সিক্রেট  জিনিস কাউকে শিখাইতে নেই।
 তবে তরে আমি শিখাইমু বাট তার আগে আমাকে কিছু  দিতে হবে, কারো কিছু পেতে হলে তাকে কিছু দিতে হয়( আমাকে আগে চা খাওয়া)।তাই বলে আপনি আপনার দরিদ্র ফ্রেন্ডের লগে এমনটা কইরেন না প্লিজ...(যে বেশি টাকার ভাব এবং অহংকারী  করে তার লগে করলেই শ্রেয়,) ( যতো গর্জে ততো বর্ষে না!! ) আর বাকিদের দেখিয়ে দিলে বোধহয় সে খুশি হবে আর সে খুশি মানে উপরওয়ালাও খুশি। কোনো বিপদের দিনে তার দোয়াই আপনি বেচে যাবেন ট্রাস্ট মি ইয়ার...
আমি যেহেতু ফ্রীতেই শিখাচ্চি আপনারও উচিত ফ্রীতেই শিখানো!
আমরা সবাই কমবেশি স্বার্থপর.....এই যে আপনি-আমি আর জগতের সবাই কিন্তু প্রক্ষান্তরে স্বার্থপর; সুতরাং "আপনি কাউকে কিছু দিলে তবেই তার নিকট হতে কিছু পাওয়ার আশা করবেন" এই কথাটা মেনে চললে আপনার লাইফের অনেক সমস্যার সমাধান এমনিতেই চলে আসবে।


ধুর ভাই আর ভাল্লাগে না লেখা পড়তে বাদ দিন আপনার বকবক। ওকে ভাইয়া খারাপ কিছু বলে থাকলে ক্ষমাপ্রার্থী। 

যাক দেখেন তো বহুত ফলো হয়ে গেছে।এখন কি আমাকে বিশ্বাস করলেন যে এপপ টুলটা সত্যিই কাজ করে। (হুমম করলাম বাট আগে নিজে ট্রাই করে দেখি)
আচ্চা করেন তাইলে!!


 আপনারা কেউ আমাকে একটা আইডি উপহার দিয়েন(৩-৪ হাজার ফলোয়ারওলা আইডি) যেহেতু আমার কোনো রিয়েল আইডি নাই!!তাই বললাম,, না দিলেও চলবে, আমি ইন্সটা ব্যাবহার করি না!!

যাক,
যদি পোস্ট ভালো লাগে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করুন।আমি আপনাদের কমেন্টের অর্থাৎ মন্তব্য দেয়ার চেষ্টা করব  খুব শীঘ্রই। 


★শেষকথাঃ
বিশ্বাস হলো মানব মস্তিষ্কের সবচেয়ে দামী সফটওয়ার;ইচ্ছাকৃত চোখে কালো কাপড় বেধে করে অন্ধবিশ্বাস নয় বরং লজিকাল বিশ্বাস।
যারা লাইফে কাউকে নূন্যতম বিশ্বাস করে না তারা কখনোই মনের দিক থেকে সুখী বা স্যাটিসফাইড হতে পারে না....
বিশ্বাসের বাজারে সবচেয়ে দামী বিশ্বাসটা হলো "আত্মবিশ্বাস" যেখানে নিজের ওপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে আসলেই সফলতার সন্ধান মিলবে।

বরাবরের মত আমাদের আজকের আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলটি এইপর্যন্তই, দেখা হবে আবার অন্য কোন আর্টিকেলে নতুন কোনো টুল নিয়ে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আবার অন্য কোনো আর্টিকেলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
আল্লাহ হাফেজ!! 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.