How to increase 5001k followers on Instagram | ইন্সটাগ্রাম ফলোয়ারস বাড়িয়ে নিজে সেলিব্রিটি হউন?



মাত্র একদিন পর ফিরে আসলাম আমার এই পঁচা সাইটে(শুধু আপনাদের ভালোবাসায়)(আসলেই কি আপনারা আমাকে একটু হলেও ভালোবাসেন উত্তরটা হয়তো না নয়তো হ্যা) যাক ;আজকে এই পঁচা ভাইয়া আপনাদেরকে ইন্সটাগ্রাম সম্পর্কে সামান্য জ্ঞান দিবে;তারপর শুরু করবে সেই চকচকাচক ট্রিক্স

ইন্সটাগ্রাম অ্যালগরিদম কী??


ইন্সটাগ্রাম অ্যালগরিদম হচ্চে এমন কিছু রুলস,যেগুলো অনুসরণ করে ইন্সটাগ্রাম একটি কনটেন্টকে (প্রেফাইল/পোস্ট) ইউজারের নিউজফিডে দেখায়।

ইন্সটাগ্রাম রেংকিং(Ranking) সিগন্যাল??

ইন্সটাগ্রামের মতে,ইন্সটাগ্রামে  তিনটি মুল রেংকিং সিগন্যাল রয়েছে।।
কিন্তু ইন্সটাগ্রাম ছয়টি রেংকিং নিয়েই খুব বেশি কথা বলেছে।

ইন্সটাগ্রাম রিলেশনশিপঃ

আপনি আপনার নিউজফিডে তাদের পোস্ট বেশি দেখবেন।যাদের সাথে আপনি বেশি ইন্টারেক্ট করেন!!
যাদের সাতে আপনার নিয়মিত কথা হয়। একই সাথে আপনি আপনার প্রিয় ব্রান্ডের কমেন্টে নিয়মিত অ্যাঙ্গেজ করলে সেই ব্রান্ডের পোস্ট ই আপনি নিয় মিত দেখবেন।


ইন্সটাগ্রাম স্টোরি ব্যবহার করুনঃ


কেন??

মজার ব্যাপার কি জানেন?ইন্সটাগ্রাম স্টোরি, এখন পর্যন্ত ইন্সটাগ্রাম অ্যালগরিদমকে মেনে চলে না;এই জন্যই টাইম লাইনে পোস্ট করলে রিচ কম আসে, 
কিন্তু স্টোরিতে বেশি আসে!!স্টোরিতে নতুন অ্যালগরিদম শুরু হওয়ার আগ পর্যন্ত স্টোরির ব্যাবহার বাড়িয়ে দিন; এবং ইন্সটাগ্রামে স্টোরিতে স্টিকার ব্যবহার করুন।

ইন্সটাগ্রাম আপনার জীবনের হাইলাইট রিল!!  এটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন ; আপনি চাইলে ইন্সটাগ্রাম দিয়েই টাকার টাকশাল বানাতে পারেন।

কীভাবে বানাবো টাকার টাকশাল তাও ইন্সটাগ্রাম দিয়ে???
প্রথমত আপনাকে ইন্সটাগ্রাম সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে দ্বিতীয় আপনাকে আপনার সকল আপডেট এবং ট্রিকস শিখতে হবে।এবং আপনার একটা নিশের উপর টার্গেট থাকতে হবে।পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করবো। 

মুল কথাঃ
আপনাকে রিভার্স করতে হবে এই অ্যালগগরিদম'কে! 
হয়তো উপরের সকল কথায় আপনার মাথার ২৪ ইঞ্চি উপর দিয়েই গেছে; আপনি কিছুই বুঝেন নি!!যদি কিছু না বুঝেন ভবিষ্যতে আরো সতর্ক হয়ে এবং সহজ ভাষায় লেখার চেষ্টা করবো, আপাতত আমাকে মাফ করে দিন।

টুলের সাথে টুলাটুলি

যদি মাফ করে দেন তাহলে;চলেন ইনস্টাগ্রামের সেই গ্রামটাকে আরো একটু টুনাটুনি দিয়ে ভরে দেই (মানে ফলোয়ারস বাড়ানো শিখিয়ে দেই)!!

ত টুনাটুনি আনতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে একটা টুলের শহরে।
শহরটাতে চলে যাই 

আমি ধরে নিলাম আপনি চলে গেলেন টুলের শহরে!
তারপর সেখানে প্রবেশ করতে হলে ত একটা ইয়ে মানে মিথ্যা পরিচয় আইমিন ফেইক আইডি লাগবে ।
নিচে দেখানো লগিন(Login)বাটনে ক্লিক করুন 



এখানে কি দিবেন সেটা ত জানেন! আর না জানলে এই পোস্ট  দেখতে পারেন; 
যদি ভাবেন MB চলে যাবে তাইলে আমিই বলে দিচ্চি,
এখানে আপনি ফেইক আইডি দিয়ে লগিন করবেন( ফেইকটা যেন রিয়েল আইডির মতন ই হয় মানে profile pic, 3-4 টা  post থাকবে )
আচ্চা তাইলে লগিন করেন ;



আমরা প্রবেশ করে ফেললাম টুলের রাজ্যে। 
এই রাজ্য থেকে আমরা ২ টা জিনিস নিবো  সেটা হলো ফলোয়ারস আর লাইক। ভাইয়া,যদি রাজা আমাদের দিতে না দেয় তাইলে? তাইলে তার রানীকে কিডনাপ করে ফেলবো আর তা না করতে পারলে আমরা হাত লাগিয়েই এই দুইটা জিনিস নিবো আর নিবোই।
তাহলে হাত লাগিয়ে দিন ফলোয়ারসে মানে ক্লিক করুন নিচের দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী। 


এখন এগুলা আমরা কাকে দিবো মানে ফলোয়ারসগুলা। আমি ত একজন "নায়ক" বা "হিরোকেই" দিবো;আপনার যাকে ইচ্চা তাকেই দিন।
আমি আমার সেই নায়কের আইডির ইউজারনেমটা দিয়ে দেই আপনিও আপনার টুনটুনির আইডি দিয়ে দিন।


আচ্চা তার আগে এটা দেখিয়ে দেই যে সেই নায়কের আইডিতে কতজন ফ্যান-ট্যান আছেন। 
আব্বে ইয়ার উরি বাব্বা ১০১৩ জন!! এই নয়ক বোধহয় খুব বড় কেউ আপনারাও পারলে ফলো দিয়ে দিয়েন!
আমি ক্যান দিবো? আমি আপনাকে জোড় করছি না যে দিতেই হবে সেটা আপনার ইচ্চা দিলে দিন না দিলে নাই আমার কি!!




তাইলে ইউজারনেম সার্চ করার পর ২০০ সিলেক্ট করে স্টার্ট করে দিন।


এখন কাউন্ট শুরু (আমার বলে রাখা উচিত যে এখানে পুরো ২০০ ফলোয়ারস থাকলেও পুরো ২০০টা কিন্তু যায় না) আমার কাছে এপপ টুল গুলা ভালো লাগে সেখানে যতই দিবেন ততই দেয় হয়তো কয়েন কালেক্ট করতে বিরক্ত লাগে অনেকের অটোমেশন অন করেও যদি আপনার বিরক্ত লাগে ভাইয়া তাহলো কি বলব!


যাক এবার লাইক চুরি করবো রাজ্য থেকে,লাইকে ক্লিক করে নিচে চলে যান।




এখন এখানে আপনার সেই পোস্টের লিংক দিন যে পোস্টে আপনার লাইক প্রয়োজন।আমি দিয়ে ফাইন্ড এ ক্লিক করলাম। তারপর ১৫০ সিলেক্ট করে সাবমিট দিয়ে দিন, ভাইয়া এখনে ২০০ আর ১৫০ এর বেশি নেয়া যায় না ক্যান, আসলে এই টুলটিও একটা নিয়ম মেনে চলে এখানে প্রতি ৫ মিনিট পর পর ফলো নেওয়া যায় আর তাদের লিমিট অনুযায়ী কাজ করে। 


How to creat unlimited Fake insta account


যাক এখন দেখি ৪-৫ সেকেন্ড পর ফলোয়ারস ইনক্রিজ হইছে কিনা! বাহ একটু হলে হয়েছে। নিচে আরো বেড়েছে যত সময় যাবে ততই আরো বাড়বেএএএএ। 




 



এই চেষ মানে শেষ আজকে আর কোনো প্যাচ প্যাচানো লাগবে না!! আজকের মতন এই টুলের কাজ শেষ পরে এপপ টুল নিয়ে পোস্ট করবো। 


শেষ কথাঃ
আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবলেও অন্তত নূন্যতম দুঃশিন্তা করবেন না কেননা "নেগেটিভ এনার্জি আপনার সফলতার পথের সবচেয়ে বড় ইনআরশিয়া" সুতরাং দুঃশিন্তা করে মাথা ব্যাথা করার চেয়ে মাথা খাটিয়ে চিন্তা করায় অধিকতর উত্তম। আপনি হয়তো জেনে অবাক হবেন যে আমরা ভবিষ্যত দূর্ঘটনার যেসব চিন্তা করি সেগুলি বেশীরভাগই বাস্তব হয়না এবং এসব স্রেফ অবচেতন মনের মনের অমূলক চিন্তা মাত্র ; এবার আপনিই বলুন তো আকাশ কুসুম ভেবে লাইফের ফুটন্ত কলিটাকে কোরাবানি করার সত্যিই কোন মানে আছে নাকি???

আমি আপনাদের হোস্ট এবং দোস্ত "আমান" সবসময় আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ ; জাজাকাল্লাহ।

মুখোশের আড়াল থেকে সকলের জন্য ভালোবাসা রইলো। 

ভালো থাকুন। 

আল্লাহ হাফেজ...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.