আজকে আবারো হাজির হলাম নতুন একটা ইন্সটাগ্রাম টুল নিয়ে,!আজকে বেশি বকবক করার সময় নাই,তাই একটু তারাতারি সব কিছু বলার মানে লিখার চেষ্টা করবো।
অনেকের সমস্যা হলো ফেইক আইডি ক্রিয়েট করা নিয়ে তাই আমি আজকে প্রথমে এটা ক্রিয়েট করা শিখাবে তারপর নাহয় টুল নিয়ে আলোচনা করবো।
ফেইক আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে
এই লিংকে যান Temp mail লিখে সার্চ করুন
তারপর দেখেন সেখানে একটা নির্দিষ্ট ইমেইল বা মেইল দেওয়া থাকবে সেটা কপি করেন কপি করার পর
এখন চলে যান ইন্সটাগ্রামে,
যাওয়ার পর সাইন আপ লেখাতে ক্লিক করেন
এখন এখানে সেই কপি করা মেইল তথা যেটা আপনি টেম্পো মেইল থেকে কপি করছিলেন সেটা এখানে দিয়ে দিন। এর পর নেক্সট লেখাতে ক্লিক করুন।
এখানে একটা কনফার্মেশন কোড চাইবে। এই কোড টা নেওয়ার জন্যআপনাকে আবার সেই টেম্প মেইলে যেতে হবে।
টেম্প মেইলে এসে একটু নিচের দিকে দেখবেন ইনবক্স এখান থেকে সেই কোড কপি করে
এর পরের কাজটাতো পারবেন ই তারপর ও বলি।
আপনি নাম আর পাসওয়ার্ড দিবেন।তারপর আইডিতে প্রোফাইল পিক আর ২ টা পোস্ট সাথে একটা ফাউল পচা Bio দিবেন বাস আর কিছু না।
insta follow hack without id pass
এখন সোজা চলে যান আমার দেওয়া টুলটিতে
লিংকে ক্লিক করার পর নিচপর, কিরে ভাই নিচের লিখলে নিচপর হয়ে যায় ক্যান??।
যাক নিচের ইন্সট্রাকশন মানে নিয়ম ফলো করুন!মানে আমার আঁকাবাকা চিহ্ন গুলোকে আরকি
এখানে আপনি আপনার ক্রিয়েট করা ফেইক আইডি এর ইনফো দিয়ে লগিন করে নিম (ধুর এটা মানে নিন হবে)!!
লগিন করার পর উপরে দেখবেন লাইক আর ফলো
সাথে আরো অনেক কিছু থাকবে এখান থেকে ফলো মানে ২ নাম্বারটায় ক্লিক করে নিচে চলে আসুন।
এখানে আপনি সেই রিয়েল আইডির ইউজারনেম দিন এবং ফাইন্ড করুন।
আইডি চলে আসলে এখানে ১৫০ সিলেক্ট করে কনফার্ম করে নিন।।এর পর আপনার আইডিতে ফলো যাওয়া স্টার্ট হয়ে যাবে
এটা আমার ক্লাইন্টের পার্সোনাল আইডি তাই পিক আর Bio হাইড করেই প্রুফ টা দেখাইলাম।
প্লিজ ভাইয়া আরো কিছু টুল দিয়ে দিন যেগুলা এরকম কাজ করে।
হ্যা ভাইয়া দিবো তবে আজকে আর না অন্যদিন আমার নিকট সময় তেমন নাই তাই মাফ করবেন...
ওকে তাইলে ভালো থাকুন।সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Dhonnobad bhai
ReplyDelete